আজ ১৩ই নভেম্বর, ২০২৪, সকাল ৮:৩২

চান্দিনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‍্যালি মানববন্ধন ও আলোচনা সভা।

Share on facebook
Share on twitter
Share on linkedin

ইয়াছিন আরাফাত।

আপনার অধিকার – আপনার দায়িত্ব দুর্নীতিকে না বলুন। এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে কুমিল্লার চান্দিনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস- ২০২১ উদযাপন উপলক্ষে দুর্নীতি বিরোধী বানী সম্বলিত ব্যানার স্হাপন, জাতীয় সঙ্গীত পরিবেশন,জাতীয় ও দুদকের পতাকা উওোলন, ফেস্টুন, বেলুল উওোলন, আনুষ্ঠানিক দিবস উদ্বোধন, র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) আশরাফুন নাহার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী।

সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, চান্দিনা উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি সভাপতি সাবেক উপাচার্য মো. সামসুল হক, উপজেলা প্রকৌশলী মো.জাহাঙ্গীর আলম, কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল কবির, উপজেলা স্কাউটস কমিশনার কমল বকসী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুল হক রোমেল, চান্দিনা থানার এসআই আবদুল লতিফ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ভারপ্রাপ্ত জাহান আরা বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন, উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক রৌশন আরা আক্তারসহ সরকারি কর্মকর্তা, কর্মচারি, বিএনসিসি,গার্লস গাইড, স্কাউটস সদস্য এবং এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০