নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।
বাংলাদেশ নির্বাচন কমিশন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বলে জানা গেছে। গত ২৩ জুন বৃহষ্পতিবার গেজেটে মেয়র আরফানুল হক রিফাত ছাড়াও ৯ জন সংরক্ষিত কাউন্সিলর এবং ২৭ জন সাধারণ কাউন্সিলরের নামের তালিকা প্রকাশ করা হয়।
রিটানিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেন, কুমিল্লা সিটি নির্বাচনের গেজেট বিজি প্রেস থেকে প্রকাশিত হয়ে নির্বাচন কমিশনে আসার পর নির্বাচন কমিশন সেটি জনপ্রশাসন মন্ত্রনালয়ে পাঠাবেন। তার পর নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহনের দিন ঠিক হবে। শুনেছি গেজেট প্রকাশিত হয়েছে, তবে এখনো আমার হাতে এসে পৌঁছায়নি। বিজি প্রেসের ওয়েবসাইটে সেটি প্রকাশিত হয়ে থাকতে পারে।
কুসিক নির্বাচনের বিজয়ী প্রার্থীদের গেজেট প্রকাশ এরআগে গত ১৫ জুন এই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক (রিফাত) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মনিরুল হকের (সাক্কু) চেয়ে ৩৪৩ ভোট বেশি পেয়েছেন তিনি। ১০৫টি কেন্দ্রে ভোট পড়েছে ৫৮.৭৪ শতাংশ।
ইসির ঘোষিত ফল অনুযায়ী, নৌকা প্রতীকে ভোট পড়েছে ৫০,৩১০, নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘড়ি পেয়েছে ৪৯, ৯৬৭, ঘোড়া ২৯,০৯৯, হাতপাখা ৩,০৪০, হরিণ ২,৩২৯ ভোট।