আজ ২৩শে নভেম্বর, ২০২৪, সন্ধ্যা ৭:৫০

কুসিক উপনির্বাচনের প্রথমদিনে প্রচারে কায়সারের চমক

Share on facebook
Share on twitter
Share on linkedin

কুসিক উপনির্বাচনের প্রথমদিনে প্রচারে কায়সারের চম

কুমিল্লা প্রতিনিধি।

কুসিক উপনির্বাচনের প্রচারণার প্রথম দিনে চমক দেখিয়েছেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার প্রতীক পাওয়ার পর থেকেই মাঠে আছেন এই তরুণ প্রার্থী জানা গেছে শহরের অলিগলির সকল মসজিদে জুম্মার নামাজে দোয়ার আয়োজন ও লিফলেট বিতরণ করেন এই প্রার্থীর কর্মী সমর্থকরা বেলা সাড়ে ১১ টায় ১৭ নম্বর ওয়ার্ডের পাথুরিয়াপাড়ার সুজানগর বকশিয়া মসজিদ কমপ্লেক্স দিয়ে শুরু হয় তার ওয়ার্ড ভিত্তিক প্রচারণা এরপর নূরপুর চৌমুহনী জামে মসজিদে দোয়া চান তিনি পরে বেলা তিনটার দিকে তার কর্মী সমর্থক নিয়ে যান নগরীর জাঙ্গালিয়া এলাকায় সেখানে নেতাকর্মীরা তাকে বরণ করেন।

খবর নিয়ে জানা গেছে রাণীর বাজার আলিয়া মাদরাসা ডায়াবেটিস হাসপাতালের মসজিদ চকবাজার আলিয়া মাদরাসা মসজিদ কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ ছাতিপট্টি জামে মসজিদ পুলিশ লাইন জামে মসজিদ বন্দিশাহী জামে মসজিদ কেটিসিসি জামে মসজিদ ঝাউতলা কেন্দ্রীয় জামে মসজিদ দক্ষিণ চর্থা থিরাপুকুরপাড় জামে মসজিদ আদালত জামে মসজিদ কালিয়াজুরী বড় মসজিদ জানু মিয়া জামে মসজিদ বাবুস সালাত জামে মসজিদ উত্তর আশ্রাফপুর মাজার মসজিদ তালপুকুরপাড় জামে মসজিদ, দারোগা বাড়ি শাহ আব্দুল্লাহ গাজীপুরী জামে মসজিদ ছোটরা পশ্চিম পাড়া জামে মসজিদ সদর হাসপাতাল মসজিদ তালতলা মসজিদ রেইসকোর্স সুন্নিয়া জামে মসজিদ ও টিঅ্যান্ডটি জামে মসজিদ নবাব বাড়ি চৌমুহনী জামে মসজিদে ও শাহসুজা জামে মসজিদসহ সিটি কর্পোরেশন এলাকার দুই শতাধিক মসজিদে লিফলেট বিতরণ করেছেন নেতাকর্মীরা।

নগরীর নূরপুর চৌমুহনী এলাকার বাসিন্দা জানু মিয়া জানান আগে অনেক প্রার্থীকে ভোট দিলাম মেয়রও হইলো কিন্তু এবার আর ভুল করবো না এবার সঠিক লোককে ভোট দেবো বক্তব্যে নিজাম উদ্দিন কায়সার বলেন আমার ভোটার জাতীয়তাবাদী ইসলামি মূল্যবোধের ভোটার তাছাড়া কুমিল্লার ৮০ শতাংশ ভোটার বিএনপি ঘড়নার আমি নূরপুর চৌমুহনী জামে মসজিদে নামাজ পড়েছি নেতাকর্মীরা প্রত্যেকটি ওয়ার্ডের মসজিদে লিফলেট বিতরণ করেছে প্রত্যেক ওয়ার্ডে ঘোড়ার গণজোয়ার উঠেছে।

উল্লেখ্য, ২০২২ সালে কুসিকের তৃতীয় নির্বাচনে মেয়র নির্বাচিত হন নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত ২০২৩ সালের ১৩ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেওয়া হবে নির্বাচন ৯ মার্চ ইভিএমে অনুষ্ঠিত হবে এবার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন ভোটার রয়েছেন নির্বাচনে মেয়র পদে ঘড়ি প্রতীকে আছেন সাবেক মেয়র সাবেক বিএনপি নেতা মনিরুল হক সাক্কু কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনা বাস প্রতীক ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর-উর রহমান মাহমুদ তানিম হাতি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০