নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লা সেনানিবাসে মুজিব বর্ষ ১৪ তম প্রভাতী ইন্স্যুরেন্স কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৫ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা সেনানিবাসের ময়নামতি গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবে গলফ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট ও ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর হারুন, এসজিপি, এনডিসি, এফডব্লিউসি, পিএসসি।

বিশেষ অতিথি ছিলেন প্রভাতী ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর শাখাওয়াত হোসেন মামুন ।
এসময় সেনানিবাসের পদস্থ কর্মকর্তা, গল্ফার এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের উদ্বোধন এবং ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়নামতি গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট ও ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর হারুন এসজিপি, এনডিসি, এফ ডব্লিউ সি, পিএসসি।
টুর্নামেন্টে কুমিল্লাসহ বাংলাদেশের বিভিন্ন গল্ফ ক্লাবের শতাধিক গলফার অংশ নেন।