আজ ৯ই সেপ্টেম্বর, ২০২৪, ভোর ৫:৪৮

কুমিল্লা সদর দক্ষিণে বিপুল পরিমাণ ফেনসিডিল ও জিপ গাড়ি সহ ১ মাদক কারবারি আটক।

Share on facebook
Share on twitter
Share on linkedin

রফিকুল ইসলাম।

কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিলাসবহুল জিপগাড়ি বোঝাই ৬৯৪বোতল ফেন্সিডিল সহ এক মাদক কারবারিকে আটক করেছে।
আটককৃত মাদক কারবারি সদর দক্ষিণ উপজেলার গলিয়াড়া ইউপির এক নং ওয়ার্ড এলাকার মোহাম্মদপুর (মাষ্টার বাড়ি) গ্রামের মৃত মনির মিয়ার ছেলে ইব্রাহিম খলিল (২৩)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৩ অক্টোবর রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলকার তামজিদ সিএনজি ফিলিং স্টেশনের সামনের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে ডিবি পুলিশের একটি টিম মাদক বোঝাই জিপ গাড়িটি সহ তাকে আটক করে।


এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের এএসআই মাসুদ রানা জানান, জেলা ডিবি পুলিশের ৪নং টিম ইনচার্জ ইন্সপেক্টর জাবেদুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রবিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে এক মাদক কারবারি কে আটক করা হয়। এসময় ৬৯৪ বোতল ফেনসিডিল বোঝাই একটি রাশ জিপগাড়ি জব্দ করা হয়।
আসামীর বিরুদ্ধে মাদক আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের শেষে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০