কুমিল্লা সদরের উত্তর জামবাড়ির কালভার্টের নিচে ছিল ১৬২ কেজি গাঁজাসহ একজন আট
নেকবর হোসেনকুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা আদর্শ সদর উপজেলার জামবাড়ি এলাকার একটি কালভার্টের নিচ থেকে ১৬২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেপ্তারের কথা জানিয়ে পুলিশ বলেছে, অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরেক কারবারি পালিয়ে যান।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালের অভিযানে মাদক কারবারিকে গ্রেপ্তার ও মাদকদ্রব্য জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন কুমিল্লা আদর্শ সদরের উত্তর জামবাড়ির মো. জসিম উদ্দিন (২৯)। পলাতক কারবারি একই গ্রামের কামরুল হোসেন (৩২)বিষয়টি নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার কয়েকজন কর্মকর্তা অভিযান পরিচালনা করেন।
ওই সময় সদর উপজেলার জামবাড়ি এলাকায় কালভার্টের নিচে স্কচটেপ দিয়ে পেঁচিয়ে পাচারের জন্য স্তূপ করে রাখা ১৬২ কেজি গাঁজা উদ্ধার করা হয় তিনি আরও জানান, গ্রেপ্তার কারবারিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।