আজ ১৩ই অক্টোবর, ২০২৪, দুপুর ১২:৩৫

কুমিল্লা মহানগর আ’লীগের বিশেষ বর্ধিত সভা।

Share on facebook
Share on twitter
Share on linkedin

রফিকুল ইসলাম।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছেন শনিবার সন্ধ্যায় নগরীর রামঘাট এলাকায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতু ন্নেছা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার।

সভায় আগামী ৫ নভেম্বর মহানগর আওয়ামী লীগের সম্মেলনকে সফল ও সুন্দর এবং সুশৃঙ্খল করার আয়োজন নিয়ে আলোচনা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশন মেয়র আরফানুল হক রিফাত এছাড়া আগামী ২৮ অক্টোবর কুমিল্লা সদর উপজেলা আওয়ামী লীগ সম্মেলন ও ৫ নভেম্বর মহানগর আওয়ামী লীগ সম্মেলন সফল করতে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কুসিক মেয়র আরফানুল হক রিফাত ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুলকে আহ্বায়ক করে কমিটি ঘোষনা করা হয়।

সভার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম বাহা উদ্দিন বাহার বলেন আমরা দুটি সভা ই সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পাদন করা হবে সম্মেলন দুটি নিয়ে যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের সহযোগিতা করবেন বিশেষ বর্ধিত সভায় মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম আব্দুল আলীম কাঞ্চন আবদুল বাকী আনিস ডা.শহিদুল্লাহ সহ সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর আতিক উল্যা খোকন সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু দপ্তর সম্পাদক শিব প্রসাদ রায়সহ কার্যকরি পর্ষদের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় মহানগর আওয়ামীলীগ ছাড়াও যুবলীগের আহ্বায়ক জেলা পরিষদ সদস্য আবদুল্লা আল মাহমুদ সহিদ যুগ্ম আহ্বায়ক ও সিটি প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদী কৃষকলীগের আহ্বায়ক খোরশেদ আলম যুব মহিলালীগের সভাপতি এডভোকেট তাহমিনা বেগম স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু সাধারণ সম্পাদক পিয়াসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার আনুষ্ঠানিকতায় অংশ নেন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক নারী নেত্রী ডা.তাহসিন বাহার সূচনা সভা শেষে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য সদ্য প্রয়াত আনোয়ার হোসেন ও ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান নান্নুর জন্য শোকপ্রস্তাব করলে সকলে এক মিনিট নিরবতা পালন করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১