আজ ১৫ই অক্টোবর, ২০২৪, রাত ৩:৫৬

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় রেললাইনের পাশে যুবকের লাশ বাড়ি কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায়।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন।

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় রেললাইনের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ শশীদল বিজিবি ক্যাম্পের পশ্চিমপাশ ও চট্টগ্রাম-সিলেট রেললাইনের পূর্বপাশ থেকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সজল মিয়ার বাড়ি কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় সজলের মা জুহুরা বেগম বলেন, আমার পোলা কাইলকা ঘর থাইক্কা বাইর হয়। রাইতে আর ঘরে আইছে না। সকালে মাইনষের থাইক্কা হুনছি আমার পোলার লাশ পাওয়া গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওপ্পেলা রাজু নাহা জানান, সকাল ৭টায় যুবকের মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন।

পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরও জানান,সীমান্তবর্তী এ এলাকায় মাদকসেবীদের আনাগোনা। ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে কীভাবে এ হত্যাকাণ্ড হয়েছে তা তদন্ত করা হবে বলেও জানান ওসি।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১