আজ ২৪শে নভেম্বর, ২০২৪, সকাল ৭:৪৪

কুমিল্লা বুড়িচংয়ে বর্ণাঢ্য আয়োজনে পুলিশ কনেষ্টবলকে বিদায়।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নিজস্ব প্রতিবেদক।

পুলিশের চাকরী। দিনরাত চোর ডাকাতের পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত। জীবনের ৩৮ বছর পার হলো। এবার অবসরে যাবেন। পরিবারের সাথে সময় পার করবেন। জীবনের শেষ দিন বিরল সম্মাননার মধ্যে দিয়ে দেবিদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের বাড়ী পৌঁছালেন। পুলিশ সদস্য কাজী নুরুল আমিন। বুধবার অবসরজনিত বিদায়ের সময় বর্ণাঢ্য আয়োজনে আবেগে আপ্লুত হয়েছেন।


বুধবার বিকেলে বুড়িচং থানার দেবপুর ফাড়িতে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন, দেবপুর ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ আব্দুল্লাহ আল মামুন, এসআই মোঃ কামাল হোসেন, এসআই ডালিম কুমার মজুমদার, এসআই কাজী হাসান উদ্দিন, এসআই মোঃ রুহুল আমিন, এএসআই মোঃ জহিরুল ইসলাম, এএসআই সুমনসহ অনন্যা সদস্যরা।

বিদায়ী পুলিশ কনস্টেবল কাজী নুরল আমিনকে বাড়ী পৌছে দেয়ার জন্য ফুল দিয়ে গাড়ী সাজানো হয়। তুলে দেয়া হয় সম্মাননা স্মারক। সহকর্মীরা হাতে তুলে দেন বিভিন্ন উপহার চাকরী জীবনের শেষ দিনে এমন বর্ণাঢ্য আয়োজনে আপ্লুত কাজী নুরুল আমিন বলেন, আমার চাকরী জীবনের শ্রেষ্ঠ পাওনা। জীবনের ৩৮ টা বছর দেশের নানা জায়গায় কাজ করেছি। বিদায় বেলায় ওসি স্যার যে আয়োজন করলেন তা সারা জীবন মনে থাকবে। পরে ফুল দিয়ে সাজানো গাড়ী করে দেবিদ্বার নিজ গ্রামে পৌছে দেয়া হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০