আজ ১৩ই অক্টোবর, ২০২৪, দুপুর ১:৩৭

কুমিল্লা পুলিশ লাইনস মাঠে চট্টগ্রাম রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন।

কুমিল্লা চট্টগ্রাম রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বুধবার বিকেল ৩ টায় পুলিশ লাইনস মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ।

আন্তঃজেলা টুর্নামেন্টে এ গ্রুপে চট্টগ্রাম বিভাগের ছয়টি জেলা অংশগ্রহণ করবে। যার মধ্য চাঁদপুর লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়ীয়া, নোয়াখালী, খাগড়াছড়ি ও বান্দরবান।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ বলেন, খেলা হচ্ছে বিনোদন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি খেলাধুলাতেও বাংলাদেশ পুলিশের রয়েছে গৌরবজ্জ্বোল অতীত। তারই ধারাবাহিকতা রক্ষায় প্রতি বছরই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। চমৎকার প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে টুর্নামেন্টটি শেষ হবে বলে আমার বিশ্বাস।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) আবদুর রহীম, অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) এম তানভীর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) আফজল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) সোহান সরকাসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় অংশগ্রহণ করে বান্দরবন জেলা পুলিশ একাদশ বনাম খাগড়াছড়ি জেলা পুলিশ একাদশ। খেলায় ২ -২ গোলে ড্র হয় দ্বিতীয় খেলায় লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলা পুলিশ একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর জেলা ২-০ গোলে জয়ী হয়

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১