আজ ৯ই সেপ্টেম্বর, ২০২৪, ভোর ৫:২৫

কুমিল্লা নগরীর চকবাজারে আগুন পুড়েছে ১০ দোকান।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লা শহরের তেহরি পট্টিতে আগুনে ১০টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে শহরেরে চকবাজারের তেহারি পট্টিতে বুধবার রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়।

এসব তথ্য নিশ্চিত করেন কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশিদ।
তিনি জানান, নগরীর ফায়ার সার্ভিস এবং ইপিজেড থেকে দুটি করে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
তিনি বলেন,ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে তদন্ত সাপেক্ষে প্রকৃত কারণ জানা যাবে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি।
বাজার কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ পারভেজ জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় চালের গুদাম, মোবাইল ফোনের দোকানসহ ১০ টি দোকান পুড়ে গেছে।
বাজারের আবদুল্লাহ স্টোর্স নামের মুদিদকানের মালিক আনোয়ার হোসেন বলেন, ‘কাইলকা রাইতে দোহান বন্ধ করতেছিলাম। আতকা দেহি কারেন্টের তার থাইক্কা আগুন পড়ছে। এরপর চোখের সামনেই সব পুইরা গেল।’

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০