আজ ২৪শে নভেম্বর, ২০২৪, সকাল ৮:৫৪

কুমিল্লা নগরীতে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম রোধে পুলিশের অভিযান।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন।

কুমিল্লা নগরীতে বেড়েছে মাদকসেবী, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম। সম্প্রতি মাদক ব্যবসায়ে বাধা দেয়ায় মিথুন নামে এককে ছুরিকাঘাতে হত্যা করে মাদক ব্যবসায়ীরা এমন ঘটনায় নড়েচড়ে বসে কুমিল্লা জেলা পুলিশ তারই ধারাবাহিকতায় নগরীতে মাদকসেবী মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম কমাতে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত।

নগরীর বিভিন্ন স্পষ্টে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ বৃহস্পতিবার নগরীর চর্থা মুরাদপুর চকবাজার, মোগলটুলী,কাপ্তানবাজার ভাটপাড়া ও ছোটরা এলাকায় অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) এম তানভীর আহমেদ।
অভিযানে ছিলেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিত বড়ুয়াসহ গোয়েন্দা পুলিশের তিনটি টিম।


এ সময় সড়কের পাশে ও বিভিন্ন স্পটে অযথা আড্ডা দেয়া ও ঘুরাঘুরির সময় অন্তত ৩০ জন কিশোর ও তরুণকে জিজ্ঞাসাবাদ করা হয়। যেসব কিশোররা বাহিরে বের হওয়ার সদুত্তর দিতে পারে নি, পরে অভিভাবকদের ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে তাদের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

অভিযান শেষে অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) এম তানভীর আহমেদ বলেন, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম রোধে পুলিশ অভিযান পরিচালনা করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের অভিযান অব্যহত থাকবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০