গোলাম কিবরিয়া।
কুমিল্লা জেলাকে মাদকমুক্ত করার জন্য পুলিশ সুপার, কুমিল্লা মহোদয় মাদকের বিরুদ্ধে যে প্রত্যয় ব্যক্ত করেছেন তারই ধারাবাহিকতায় কুমিল্লা জেলা পুলিশের অভিবাবক, মাননীয় পুলিশ সুপার, কুমিল্লা মহোদয়ের নির্দেশে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই/মোঃ সালাউদ্দিন শামীম, এএসআই/মোঃ মশিউর রহমান, এএসআই/মোঃ শাহাদাত হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় একাধিক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
২৮/০৮/২০২১ খ্রিঃ তারিখ ১৬.৩৫ ঘটিকার সময় দেবিদ্ধার থানাধীন বাগুর সাকিনস্থ বাগুর বাসষ্ট্যান্ড এর ঢাকাগামী রাস্তার বিআরটিসি বাস কাউন্টারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর দিয়ে মাদক নিয়ে যাওয়ার সময় ০৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ এনায়েত খাঁন(৪৫) পিতা- মৃত করিম খাঁন মাতা- মোসাঃ কুলসুম বেগম সাং বাটিখাঁনা(চন্দ্রপাড়া গলি বিথির ভাড়াটিয়া ৭নং ওয়ার্ড), থানা কাউনিয়া জেলা বরিশাল।
২। মোঃ আব্দুল মান্নান(৪৫) পিতা মৃত ইসমাইল হাওলাদার মাতা- মৃত হামিদা খাতুন, সাং গাজীরপাড়(ইসমাইল হাওলাদারের বাড়ী) থানা উজিরপুর জেলা বরিশাল এ/পি- সাং- ভাটিখানা(পান্ত সড়ক আসলাম সিকদারের ভাড়াটিয়া), থানা কাউনিয়া জেলা বরিশালদের গ্রেফতার করে। এই সংক্রান্তে দেবিদ্বার থানায় মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়।
এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।