আজ ৩রা ডিসেম্বর, ২০২৪, সকাল ৮:২৫

কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক ডাক প্রতিদিন-এর ভারপ্রাপ্ত সম্পাদক হাবিব আল-জালালের ইন্তেকাল।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন।।

কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক ডাক প্রতিদিন-এর ভারপ্রাপ্ত সম্পাদক হাবিব আল-জালাল (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ….. রাজিউন)। তিনি কিডনী ও হৃদরোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি প্রথমে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেন। পরে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাকে প্রথমে কুমিল্লা ও পরে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ৩ মেয়ে, ৩ ভাই, ৩ বোনসহ বহু আত্মীয়-স্বজন শুভাকাঙ্খী রেখে গেছেন। তিনি জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের অশ^দিয়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে। সোমবার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তার মৃত্যুতে কুমিল্লা প্রেসক্লাব,কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী সদস্য, পথিকৃত কুমিল্লা পত্রিকা পরিবারের পক্ষ থেকে, কুমিল্লায় কর্মরত প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এবং অন্যান্য পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১