কুমিল্লা এমপি হওয়ার আশায় পদত্যাগ করেন দুই উপজেলা চেয়ারম্যা
স্টাফ রিপোর্ট
![](https://khoborershondhane.com/wp-content/uploads/2021/07/biggapon.gif)
জাতীয় সংসদ সদস্য (এমপি) হওয়ার আশায় পদ ছাড়ছেন কুমিল্লার দুই উপজেলা পরিষদের চেয়ারম্যান
সোমবার(২০নভেম্বর) বিকেল কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবান ভূঁইয়া এবং দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ পদত্যাগ পত্র জমা দেন
বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান বলেন চৌদ্দগ্রাম ও দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ পত্র জমা দিয়েছেন আমরা পদত্যাগ পত্রটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠাবো সেখান থেকে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
জানা গেছে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী সরকারের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকলে তিনি প্রার্থী হওয়ার যোগ্য হবেন না স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের পদ লাভজনক এসব পদে থেকে সংসদ নির্বাচন করা যাবে না এ জন্য পদ ছাড়ছেন চেয়ারম্যানরা।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে মোঃ আবুল কালাম আজাদ জানান কুমিল্লা-৪ (দেবিদ্বার) বাসী আমাকে ভালোবেসে তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বিপুল ভোটের মাধ্যমে আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন এ জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ আমার পাশে থাকা সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের ভালোবাসা এবং আমার এলাকার রাজনৈতিক মুরুব্বীদের দোয়া নিয়ে আমি এ সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি এও আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রতি আস্থা রাখবেন ও নৌকার প্রতীকে মনোনয়ন দিবেন।
আরেক চেয়ারম্যান চৌদ্দগ্রাম উপজেলার চেয়ারম্যান আব্দুস সোবাহান ভূঁইয়া হাসান বলেন আমি জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশায় উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে দিয়েছি যেকোনো নির্বাচনে অংশগ্রহণ করতে হলে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী বর্তমান পদ ছাড়তে হয় তাই নির্বাচন কমিশনারের আইন অনুযায়ী বর্তমান চেয়ারম্যান পদটির পদত্যাগপত্র জমা দিয়েছি।
দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী গত উপজেলার পরিষদের নির্বাচনে আমাকে মনোনয়ন দিয়েছিল চৌদ্দগ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিপুল ভোট আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন আমি আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে আমাকে মনোনয়ন দিতে পারে।
এমপি হওয়ার জন্য আরও কুমিল্লা অনেক চেয়ারম্যান পদ ছাড়বেন বলে জানা গেছে এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসন কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন আরও অনেকে সংসদ নির্বাচন করার জন্য পদ ছাড়বেন এজন্য তারা আমাদের সাথে যোগাযোগ করছেন।