আজ ১৩ই অক্টোবর, ২০২৪, দুপুর ১:২১

কুমিল্লা ইপিজেডে শ্রমিকদের কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

স্টাফ রিপোর্টার।

কুমিল্লা ইপিজেডে কর্মরত শ্রমিকদের করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে কুমিল্লা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন তিন দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন।

কুমিল্লা ইপিজেডের মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইপিজেডের উপমহাব্যবস্থাপক আনিছুর রহমান নয়ন, ব্যবস্থাপক (শিল্প সম্পর্ক) আশেক মোহাম্মদ শাহাদাত হোছাইন।

কাদেনা স্পোর্টসওয়্যার লিমিটেডের মহাব্যবস্থাপক (জিএম) মো. আবদুল কুদ্দুস রাসেল, উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) এনামুল হক প্রমুখ।
কর্মসূচির প্রথম দিনে এ ইপিজেডের ৯টি শিল্প কারখানার তিন হাজার ১৩০ জন শ্রমিককে টিকার প্রথম ডোজ পুশ করা হয়।

কুমিল্লা ইপিজেডের মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, এ ইপিজেডের ৪৫টি শিল্প কারখানায় প্রায় ৩৮ হাজার শ্রমিক কর্মরত রয়েছে। এদের মধ্যে তিন দিনে পঁচিশোর্ধ বয়সের ১০ সহস্রাধিক শ্রমিককে টিকা দেয়া হবে, অন্যদের পর্যায়ক্রমে টিকার আওতায় নিয়ে আসা হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১