গোলাম কিবরিয়া।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা থেকে ৫০ কেজি পাঁচশত গ্রাম গাঁজা, একশত ৮৯ বোতল ফেন্সিডিল ও একশত ৭ বোতল স্কাফ সিরাপ সহ মোঃ আব্দুর রহমান (৪৮) নামের একজন মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব-১১।
কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মাদক ব্যবসায়ী আটক বুধবার (১৮ আগস্ট) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল উপজেলার সুবর্ণপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা তাকে আটক করা হয়। আটককৃত মোঃ আব্দুর রহমান একই এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করে, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিল ও স্কাফ সিরাপসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।