নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লা সদর ও সদর দক্ষিণ উপজেলা থেকে ২০ কেজি গাঁজা, ৯০০ পিস ইয়াবা এবং ৯৯ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। একটি সিএনজি চালিত অটোরিকসা জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৪ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সদরের চাঁনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
সিএনজির ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ২০ কেজি গাঁজা এবং ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন সদরের দুতিয়ার দিঘীর পাড় গ্রামের মৃত. রফিক মিয়ার ছেলে আকরাম হোসেন(২৩)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়।
পৃথক অন্য আরেকটি আভিযানিক দল ২৪ মার্চ রাতে সদর দক্ষিণ থানার কোর্টবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৯৯ বোতল ফেন্সিডিলসহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন দাউদকান্দি উপজেলার আমিরাবাদ গ্রামের রুবেল মিয়ার স্ত্রী খাদিজা বেগম(৩৫)।
আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লার সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।