আজ ১৩ই নভেম্বর, ২০২৪, সকাল ৮:০২

কুমিল্লায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া ধর্ষণচেষ্টার গ্রেফতার ৬ জন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নিজস্ব প্রতিবেদক।

কুমিল্লার বরুড়ায় গার্মেন্টসকর্মীকে অপরহণ করে ধর্ষণচেষ্টার অভিযোগে ছয় জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী গার্মেন্টসকর্মীর পরিবার ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন।

শনিবার বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, মামলায় অভিযুক্ত ছয় জনকে জিজ্ঞাবাদের জন্য আটক করা হয়েছে।

ইকবাল বাহার মজুমদার জানান জানান, নোয়াদ্দা গ্রামের মোর্শেদ নামে এক যুবক গার্মেন্টেসকর্মী ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দেয়। ওই তরুণী মোর্শেদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। শুক্রবার সন্ধ্যার পর ভুক্তভোগী তরুণী তার কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে প্রেম প্রত্যাখ্যানের জের ধরে।

মোর্শেদের নেতৃত্বে কয়েকজন তাকে নোয়াদ্দা গ্রামের ফিশারির পাড়ে তুলে নিয়ে যায় সেখানে কয়েক জন মিলে তাকে ধর্ষণের চেষ্টা করে বলে তরুণীর পরিবার অভিযোগ করে। এই ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত ছয় জনকে আটক করা হলেও মূল নেতৃত্ব দানকারী মোর্শেদ পলাতক রয়েছে। তাকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০