আজ ১৫ই অক্টোবর, ২০২৪, সকাল ৭:০৯

কুমিল্লায় দাদার দেওয়া মোটরসাইকেলই কাল হলো মাফির।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লায় দাদার দেওয়া উপহারের মোটরসাইকেলে প্রাণ গেলো ফারহান আঞ্জুম মাফি (১৭) নামের এক কলেজ ছাত্রের। রোববার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে কুমিল্লা নগরীর কালাপীরের মাজার সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ফারহান আঞ্জুম মাফি স্থানীয় দৈনিক আমাদের কুমিল্লার সাহিত্য সম্পাদক কবি দীপ্র আজাদ কাজলের ছেলে। সে নগরীর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে প্রথম বর্ষের ছাত্র ছিল।

এ বিষয়ে দীপ্র আজাদ কাজল জানান কলেজে ভর্তি হওয়ার খুশিতে মাফির ছোট দাদা শনিবার (২৬ ফেব্রুয়ারি) তাকে একটি মোটরসাইকেল কিনে দেন। রোববার সন্ধ্যায় দুই বন্ধুকে নিয়ে গোমতী নদীর পাড়ে ঘুরতে বের হয়। ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি উল্টে যায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাফিকে মৃত ঘোষণা করেন কুমিল্লার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বলেন, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মাফির মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১