আজ ৩১শে ডিসেম্বর, ২০২৪, রাত ১২:০৮

কুমিল্লায় থ্রিজি ও ফোরজি ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লায় প্রায় দুই দিন বন্ধ থাকার পর থ্রিজি ও ফোরজি ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে। আজ শনিবার ১১ টার পর থেকে এ পরিষেবা চালু হয়। কুমিল্লাসহ বিভিন্ন এলাকা থেকে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা সংযোগ চালুর কথা জানিয়েছেন।

এর আগে হঠাৎ করে কুমিল্লায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানান, কারিগরি ত্রুটির কারণে এ পরিষেবা ব্যাহত হয়ে থাকতে পারে। হয়তো কোনো অনিবার্য পরিস্থিতি তৈরি হয়েছিল যেটা এড়ানো যায়নি। এ ছাড়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকেও কারিগরি ত্রুটির কথা জানানো হয়।

থ্রিজি ও ফোরজি পরিষেবা বন্ধ থাকার বিষয়ে দুঃখ প্রকাশ করে গ্রামীণ ফোন কর্তৃপক্ষ। অনিবার্য কারণবশত ফোরজি ও থ্রিজি সেবা সাময়িকভাবে বন্ধের কথা জানান, প্রতিষ্ঠানটির হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন মুহাম্মদ হাসান

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১