আজ ১৫ই নভেম্বর, ২০২৪, রাত ১২:৩৪

কুমিল্লায় ট্রাক ভর্তি অবৈধ সেগুন কাঠ রেখে পালিয়েছে চালক হেলপার।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন।

কুমিল্লায় ট্রাক ভর্তি অবৈধ সেগুন কাঠ রেখে পালিয়েছে চালক-হেলপার সুয়াগাজী ফরেস্ট রেঞ্জে পাঁচ লাখ টাকার অবৈধ কাঠ আটক করেছে বন বিভাগ। মঙ্গলবার এসব অবৈধ কাঠ আটক করা হয়।
সূূত্র জানায়, মঙ্গলবার ভোরে সুয়াগাজী ফরেস্ট রেঞ্জের সামনে দিয়ে।

কাঠ বোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। এসময় ফরেস্ট রেঞ্জের লোকজন ট্রাকটি থামার জন্য সংকেত দেয়। কিন্তু সংকেত অমান্য করে ড্রাইভার সামনের দিকে চলে যায়। বনবিভাগের লোকজনও তাদের ধাওয়া করে। ট্রাকের সামনে গিয়ে ব্যরিকেড দেয়। ড্রাইভার ও হেলপার ট্রাকটি রেখে পালিয়ে যায়।

বন কর্মকর্তারা ট্রাক ও সেগুন কাঠ জব্দ করে। সুয়াগাজী ফরেস্ট রেঞ্জার আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযানে অংশগ্রহণ করেন সহকারী স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজাদ বাবুল ও বন প্রহরী মাসুদ আলম মোল্লা প্রমুখ।

কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম বলেন,৪৫০ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করেছি, যার মূল্য পাঁচ লাখ টাকা। এবছরের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ১৫ ট্রাক কাঠ জব্দ করে কুমিল্লা বনবিভাগ। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০