আরিফ আজগর।
কুমিল্লায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার (১ জানুয়ারি)
ঢাকা চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা মনিপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী জসিম উদ্দিন (৪৩) পেশায় এক জন ব্যবসায়ী। তিনি বুড়িচং উপজেলার ৭নং মোকাম ইউনিয়নের ইউছুফ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান,শনিবার বিকাল ব্যবসার কাজে মোটরসাইকেল দিয়ে কোথায়ও যাওয়ার পথে কাবিলা ও মনিপুরে মাঝামাঝি স্থানে হটাৎ করে একটি ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন।
খবর পেয়ে ময়নামতি হাইওয়ে থানার পুলিশ লাঁশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরন করেন।