নিজস্ব প্রতিবেদক।
কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযানে গত একমাসে (সেপ্টেম্বর) ২০৬ জন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের একই সময়ে ৮২টি সাজাপ্রাপ্ত পরোয়ানা নিষ্পত্তি করা হলেও এ বছরের সেপ্টেম্বরে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৬টি।
জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ সুপার ফারুক আহমেদ জানান জেলার আইন শৃংখলার উন্নয়ন আইনের শাসন প্রতিষ্ঠায় সাজাপ্রাপ্তদের সাজা নিশ্চিত করতে জেলা পুলিশ এ সকল সাজাপ্রাপ্ত আসামিদেরকে গ্রেপ্তারের বিষয়ে জোরালো পদক্ষেপ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা ছাড়াও ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, ফেনী, গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করা হয়। এতে এক মাসে রেকর্ড সংখ্যক ২০৬ জন ডাকাতি, খুঁন, মাদকসহ বিভিন্ন স্পর্শকাতর মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
পুলিশ সুপার আরও জানান, সাজাপ্রাপ্ত এসব অপরাধীদেরকে গ্রেপ্তার করতে জেলা পুলিশ শুরুতে কৌশলগত কর্মপন্থা নির্ধারণ করে। এ সময় প্রথমে প্রোফাইলিং করার মাধ্যমে বিভিন্ন ডাটাবেজ তৈরি করা হয় এবং এর উপর ভিত্তি করে কৌশলগত অভিযান পরিচালনা করা হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট থানা গুলোর বিশেষায়িত টিমগুলো একযোগে কাজ করায় সফলতা এসেছে।
সূত্র আমারসংবাদ