আজ ১৩ই অক্টোবর, ২০২৪, দুপুর ১:২৩

কুমিল্লার ৯ উপজেলা ও এর অধীনে থাকা ইউনিয়নের ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের অধীনে থাকা ৯ উপজেলা ও এর অধীনে থাকা ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে শনিবার (৩০ অক্টোবর) সকালে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল সভাপতি মো. নাদিমুর রহমান শিশির ও সাধারণ সম্পাদক মো. তোফায়েল আহম্মেদ এক সাংগঠনিক কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
উপজেলাগুলো হলো- কুমিল্লা আদর্শ সদর,চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট,লাকসাম,বরুড়া, মনোহরগঞ্জ, সদর দক্ষিণ, বুড়িচং ও ব্রহ্মণপাড়া উপজেলা শাখা এবং এর অধীনস্থ সব ইউনিয়ন।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. তোফায়েল আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে কুমিল্লা দক্ষিণ জেলার অধীনে ৯ উপজেলা এবং ইউনিয়নগুলোর পূর্ণাঙ্গ কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় ৩০ অক্টোবর থেকে বিলুপ্ত ঘোষণা করা হলো।
তিনি আরও বলেন,ছাত্রদলের প্রতিটি ইউনিটকে সুশৃঙ্খল, সুসংগঠিত করতে মেধাবীছাত্রদের নিয়ে দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠন করা হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১