আজ ৯ই সেপ্টেম্বর, ২০২৪, রাত ৪:২২

কুমিল্লার লাকসামে স্বামীর মৃত্যুর খবর শুনে হৃদরোগে মারা গেলেন স্ত্রী।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লার লাকসামে স্বামীর মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে স্ত্রীও মারা গেছেন। রোববার (২৪ অক্টোবর) সন্ধ্যার দিকে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন- লাকসাম পৌরসভার ১নং ওয়ার্ডের শ্রীপুর উত্তরপাড়া গ্রামের মো. শাহজাহান আলী (৬০) ও তার স্ত্রী কোহিনূর বেগম (৪৫)।
মৃত শাহজাহান আলীর শ্যালক জাবেদ হোসেন রোববার রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। জাবেদ জানান, গত কয়েকদিন ধরে শাহজাহান আলী জ্বরে ভুগছিলেন। রোববার সন্ধ্যায় হঠাৎ জ্বর বেড়ে যায়। পরে তাকে দ্রুত লাকসাম আল বারাকা হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উপজেলার সরকারি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সরকারি হাসপাতালে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক শাহজাহানকে মৃত ঘোষণা করেন।তিনি বলেন,দুলাভাইয়ের (শাহজাহান) মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে আমার বোন কোহিনূর বেগম অসুস্থ হয়ে পড়েন। হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতেই মারা যান তিনি।জাবেদ জানান, শাহজাহান-কোহিনূর দম্পতির তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আগামীকাল সোমবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০