আজ ১৮ই সেপ্টেম্বর, ২০২৪, রাত ৪:৩৭

কুমিল্লার ময়নামতিতে ট্রাক চাপায় রিকশাচালক- যাত্রীসহ নিহত ৩।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লার ময়নামতিতে ট্রাকচাপায় রিকশাচালক ও দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আটক করা হয়েছে ট্রাকের চালক ও হেলপারকে।
কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি সাহেববাজার এলাকায় শনিবার ভোর ৬টায় এই দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন ময়নামতির কালাকচুয়া এলাকার রিকশাচালক ইসমাইল হোসেন, রিকশার যাত্রী

মৌলভীবাজারের জুরির আবদুল আহাদ ও মো. ইউসুফ।
ওসি জানান, রিকশাটি রাস্তার পাশের একটি আসবাবপত্রের দোকানের সামনে দাঁড়িয়েছিল। সে সময় সিলেট থেকে কক্সবাজারগামী পাথরবোঝাই ট্রাক এটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে রিকশাচালক ও যাত্রীরা ছিটকে পড়ে রাস্তার পাশে। তাদের একজনকে চাপা দিয়ে ট্রাকটিও উল্টে আসবাবপত্রের দোকানে গিয়ে পড়ে।
ওসি বলেন, ঘটনাস্থলেই তিনজন নিহত হন। ক্ষতিগ্রস্ত হয় দোকানটি। আশপাশের লোকজন গিয়ে ট্রাকচালক মো. মিন্টু ও হেলপার মিজানুর রহমানকে আটকে রেখে পুলিশে খবর দেয়।
তিনি জানান, নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। তাদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০