আজ ৯ই সেপ্টেম্বর, ২০২৪, রাত ৪:৪৭

কুমিল্লার বুড়িচংয়ে ৬ ফুট লম্বা ৩০ কেজি ওজনের অজগর সাপ আটক।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লার বুড়িচংয়ে ৬ ফুট লম্বা ৩০ কেজি ওজনের একটি অজগর সাপ আটক করেছে স্থানীয়রা। সোমবার ( ১১ অক্টোবর ২০২১) বিকেলে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী রাজাপুর ইউনিয়নের ভবের মুড়া এলাকার মসজিদের পাশে একটি পুকুর থেকে অজগরটি আটক করা হয়। পরে বুড়িচং থানাকে খবর দিলে ভারপ্রাপ্ত ওসি আলমগীর হোসেনের নির্দেশে এসআই অহিদ ও এএসআই আব্দুল্লাহ্ সঙ্গীয় ফোর্স নিয়ে রাত সাড়ে ৮ টায় অজগরটি উদ্ধার করে নিয়ে গেছে।


জানা যায়, উপজেলার রাজাপুর ইউনিয়নের ভবেরমুড়া গ্রামে মসজিদ সংলগ্নে পুকুরে এলাকাবাসী একটি বিশাল আকারের অজগর সাপ দেখতে পায়। অজগরটির পেটের ভিতরে কিছু একটার অস্তিত্ব লক্ষ্য করা যায়।স্থানীয়া বলেন এ অজগর সাপটি একটি হাস খেয়ে ফেলে। স্থানীয় যুবক নাসির,রুবেল মিয়া,সাব্বির,শফিকসহ এলাকাবাসী অজগরটিকে আটক করতে সক্ষম হয়।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন প্রতিনিধিকে জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি অজগর সাপটিকে উদ্ধার করার জন্য। আমরা উপজেলা নির্বাহী অফিসারের সহযোগীতা নিয়ে বন বিভাগে বন্য প্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে খবর দিয়ে প্রেরণ করব।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০