আজ ১৬ই সেপ্টেম্বর, ২০২৪, সন্ধ্যা ৬:২০

কুমিল্লার নাঙ্গলকোটে নিজ ঘর নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লার নাঙ্গলকোটে বাড়ি থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নাঙ্গলকোট উপজেলার চিওড়া গ্রাম থেকে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।৪০ বছর বয়সী মৃত ওই নারীর নাম শাহেনা আক্তার মুন্নী।মুন্নীর স্বামী মো. বাবুল বলেন।

বাজারে আমার দর্জির দোকান আছে। সকাল আটটার দিকে দোকানে যাই। কিছুক্ষণ পর শুনি আমার স্ত্রী দরজা খুলছে না। ৯টার দিকে বাড়ি ফিরে দেখি ভেতর থেকে দরজা বন্ধ।‘অনেক ডাকাডাকি করে বউয়ের সাড়া না পেয়ে টিনের দরজা কেটে ঘরে ঢুকে দেখি সিলিংয়ের সঙ্গে মরদেহ ঝুলছে।

বাবুল জানান মুন্নী ঢাকায় তার মেয়ের বাড়িতে থাকতেন। ১০ দিন আগে স্বামীর বাড়ি আসেন।নাঙ্গলকোট থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন খন্দকার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাবুল অপমৃত্যু মামলা করেছেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০