আজ ১৬ই সেপ্টেম্বর, ২০২৪, বিকাল ৫:৪১

কুমিল্লার দেবীদ্বারে ঘটনায় আরও এক মামলা।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লার দেবীদ্বারে সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনায় আরও একটি মামলা হয়েছে। এ নিয়ে জেলায় মামলা হয়েছে মোট ৯টি। এর মধ্যে আট মামলায় ৭৯১ জনকে আসামি করা হলেও নতুন মামলায় আসামির সংখ্যা উল্লেখ করা হয়নি।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে দেবীদ্বার থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) সালাউদ্দিন শামীম মামলার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, উপজেলার মহিনপুর ইউনিয়নের বিহারমন্ডল গ্রামে প্রতিমা ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতদের আসামি করে নারায়ন পাল নামে এক ব্যক্তি মামলা করেছেন। তবে মামলায় আসামির সংখ্যা উল্লেখ করা হয়নি।
এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছেন। আশা করছি দ্রুতম সময়ের মধ্যে আসামিরা ধরা পড়বেন।
এর আগে, কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় পাঁচটি, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় দুটি ও দাউদকান্দি থানায় একটি মামলা হয়েছে। আট মামলায় ৯১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭০০ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে গ্রেফতার হয়েছে ৪৪ জন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০