আজ ৪ঠা ডিসেম্বর, ২০২৪, সন্ধ্যা ৭:০৭

কুমিল্লার দেবিদ্বারে মেয়েকে ধর্ষণে বাবার যাবজ্জীবন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লার দেবিদ্বারে মেয়েকে ধর্ষণের দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক জাহেদুল কবির বুধবার বিকেল পৌনে ৩টার দিকে এ রায় দেন।

৪৫ বছর বয়সী দণ্ডিত জামশেদ আলমের বাড়ি দেবিদ্বার উপজেলায় রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী মিজানুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান, ২০১৭ সালের ২৪ জুলাই রাতে জামশেদ তার মেয়েকে ধর্ষণ করেন। ২৫ জুলাই মেয়েটির মা দেবিদ্বার থানায় জামশেদের নামে মামলা করেন। পুলিশ তাকে এই মামলায় গ্রেপ্তার করে। দীর্ঘ শুনানি শেষে বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছে।
মেয়ের মা বলেন,আমার স্বামী মেয়েকে কয়েকবার ধর্ষণ করেছে। এটা নিয়ে সালিশ হলেও সে একই কাজ আবার করে। এরপর আমি মামলা করি। তবে আমি তার মৃত্যুদণ্ড শুনতে চাইছিলাম। তার মতো বাবার বেঁচে থাকার অধিকার নেই।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১