আজ ১৬ই সেপ্টেম্বর, ২০২৪, সন্ধ্যা ৭:২৮

কুমিল্লার দাউদকান্দিতে বিদেশী পিস্তলসহ আটক ১।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লার দাউদকা‌ন্দি উপজেলার কা‌লো ড্রা‌মের ভিতর থেকে বাজা‌রের ব‌্যা‌গে মোড়া‌নো অবস্থায় ০১টি বিদেশী পিস্তল,০৩ রাউন্ডগুলি ভর্তি ০১টি ম্যাগাজিন, ০১ টি বিদেশী রিভলভার, ০১টি দেশীয় তৈরি এলজি বন্ধুক, ১২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা করে পুলিশ।
বুধবার (২৪ নভেম্বর)রাতে দাউদকান্দি গোলা‌পেরচর এলাকায় থেকে মো. মা‌লেকের ছেলে ম‌নির হো‌সেন (৪৭) কে সহ অাটক করা হয়
দাউদকান্দি থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার ( সদর) জনাব রাজন কুমার দাশ এর নেতৃত্বে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার এসআই পরিমল চন্দ্র দাস পিপিএম ও তার এলআইসি টিম এবং দাউদকান্দি থানার এসআই নাজমুল ও তার টিমসহ যৌথ অভিযানে দাউদকা‌ন্দি থানাধীন দাউদকান্দি উত্তর ইউপির, গোলা‌পেরচর সা‌কিনস্থ থেজে মা‌লেকের ছেলে ম‌নির হো‌সেন (৪৭)আটক করেন।
এই সংক্রান্তে ধৃত আসামী ম‌নির হো‌সেন (৪৭) সহ অজ্ঞাতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০