নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার চৌদ্দগ্রামে ইয়াবা সেবন করায় স্থানীয় ইউপি সদস্যসহ দুজনকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত সোমবার (৪ অক্টোবর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মঞ্জুরুল হক এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, কনকাপৈত ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জালাল উদ্দিন সজিব ও তার সহযোগী হিঙ্গুলা গ্রামের আনিছুজ্জামানের ছেলে মনিরুজ্জামান নাছিম।
কনকাপৈত পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে ইউপি সদস্য জালালের সহযোগী মনিরুজ্জামানের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। সেখানে ইয়াবা সেবনকালে ইউপি সদস্য জালাল ও মনিরুজ্জামানকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। বিকেল ৪টায় চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মঞ্জুরুল হক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ বিষয়ে ইউএনও মঞ্জুরুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই মাদক সেবনকারীকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে