আজ ১৮ই সেপ্টেম্বর, ২০২৪, রাত ৩:৩০

কুমিল্লার গৌরীপুর খিদমা ডিজিটাল হাসপাতালে তিন সন্তানের মা হলেন সুমাইয়া।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর খিদমা ডিজিটাল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ফুটফুটে তিন সন্তান জন্ম দিয়েছেন সুমাইয়া বেগম নামের এক মা। বুধবার (১০ নভেম্বর) দুপুরে তাদের জন্ম হয়।
সুমাইয়া বেগম চাঁদপুরের কঁচুয়া উপজেলার জয়নগর গ্রামের সৌদি প্রবাসী মো. সাদ্দাম হোসেনের স্ত্রী।
গৌরীপুর খিদমা ডিজিটাল হাসপাতালের চেয়ারম্যান দেওয়ান মো. সাইফুল ইসলাম স্বপন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রসব বেদনা নিয়ে বুধবার সকালে হাসপাতালে ভর্তি হন সুমাইয়া বেগম। অন্য একটি হাসপাতালের দেওয়া রিপোর্টে যমজ বাচ্চার কথা উল্লেখ থাকলেও দুপুরে সিজারের মাধ্যমে দুই ছেলে ও এক কন্যাসন্তান জন্মগ্রহণ করে। বর্তমানে মা ও তিন নবজাতক সুস্থ আছে। তাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
নবজাতকদের মামা আব্দুল বাতেন বলেন, একসঙ্গে তিনজনের মামা হতে পেরে আমি আনন্দে আত্মহারা। এ সংবাদে বোনজামাই ও আত্মীয়-স্বজনদের মাঝে খুশির হাওয়া বইছে। তিনি নবজাতকদের সুস্থতায় সবার কাছে দোয়া চেয়েছেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০