কুমিল্লায় ৫২ দুরারোগ্য রোগী পেল সমাজসেবার ২৬ লাখ টাকার অনুদা
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় সদর উপজেলা ও মহানগরীর ৫২ জন দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীর মাঝে প্রত্যেকে ৫০ হাজার টাকা করে মোট ২৬ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় জেলা সমাজসেবা কার্যালয়,উপজেলা সমাজ সেবা কার্যলয় আদর্শ সদর ও শহর সমাজ সেবা কার্যলয়ের আয়োজনে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যলয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সভাকক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ীত ক্যানসার, কিডনী লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড ও অন্যান্য দূরারোগ্য রোগীদের মাঝে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্বা আ ক ম বাহাউদ্দীন বাহার এর পক্ষে অনুদানের চেক বিতরন করেন আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল।
মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন সংসদ সদস্যের পিএস ইকবাল হোসেন। এসময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো আরিফুর রহমান সহ দলীয় নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট দপ্তরের লোকজন উপস্থিত ছিলেন।