আজ ৩১শে অক্টোবর, ২০২৪, রাত ১২:৪৬

কুমিল্লায় ১৭ জুলাইয়ের তিনটি নির্বাচন নিয়ে প্রস্তুত প্রশাসন

Share on facebook
Share on twitter
Share on linkedin

কুমিল্লায় ১৭ জুলাইয়ের তিনটি নির্বাচন নিয়ে প্রস্তুত প্রশাস

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বার পৌরসভা নির্বাচনে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আইন শৃঙ্খলা ব্যবস্থা সাজানো হচ্ছে নির্বাচন কমিশন একটি সুন্দর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পাদনের লক্ষ্যে যে যে সহযোগিতা চাইবেন জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সে সব সহযোগিতাই করা হবে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ শামীম আলম এ নিয়ে রোববার জেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

এ দিকে জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, প্রতিটি কেন্দ্রকে গুরুত্বের ভিত্তিতে দেখে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা নেওয়া হবে কোথাও কোন বিশৃঙ্খলা হতে দেয়া হবে না আগামী ১৭ ই জুলাই কুমিল্লার দেবিদ্বার পৌরসভা সদর দক্ষিণ উপজেলার জোর কানন ইউনিয়নে চেয়ারম্যান পদে এবং সদরের জগন্নাথপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে মেম্বার পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিষ্ঠার ২২ বছর পর দেবিদ্বার পৌরসভার প্রথম নির্বাচন নিয়ে সেখানে চলছে টানটান উত্তেজনা আট মেয়র প্রার্থী সহ সাধারণ ও সংরক্ষিত মিলে ১০২ জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন ১৭ ই জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ইভিএমে ভোট গ্রহণ চলবে ভোটগ্রহণের জন্য ১৪ টি কেন্দ্র ১২৪ টি কক্ষ করা হবে বলে জানা গেছে।

নির্বাচন কমিশন সূত্রে নির্বাচন প্রসঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম আরো জানান নির্বাচন কমিশনের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন হবে সেখানে পুলিশ বিজিবি আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ তাদের নিজস্ব দায়িত্ব পালন করবেন ইতোমধ্যে আচরণবিধি নিয়ে বেশ কয়েকজন ম্যাজিস্ট্রেট কাজ করছেন।

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রার্থীদের অভিযোগ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন এমন কোন চিত্রই দেখা যায়নি দেবিদ্বারে খুব সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে প্রতি ওয়ার্ডে একজন করে দায়িত্ব পালন করবেন প্রয়োজনে আমরা আরো অতিরিক্ত ম্যাজিস্ট্রেট নিয়োগ করবো।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১