নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে কেক কাটা, আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে কুমিল্লা নগরীর রামঘাট দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য জোবেদা খাতুন পারুল এসময় আরও উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নাহিদ সুলতানা, সহ সভাপতি রাশেদা আখতার ও সাধারণ সম্পাদক কোহিনুর বেগমসহ অন্যান্য দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রীরা।
এর আগে দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোবেদা খাতুন পারুলের নেতৃত্বে র্যালি নিয়ে নগরীর কান্দিরপাড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূণরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয় সংগঠনের ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা কেক কেটে দিবস উদযাপন করেন এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।