কুমিল্লায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালি
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরীতে আনন্দ রেলি শেষে কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোহেল প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ডা. মো. মজিবুল্লাহ মুজিব বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদুল ইসলাম ও কেন্দ্রীয় সহ কৃষি বিষয়ক সম্পাদক ইমদাদুল হক মজুমদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি মোহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ বক্তা ছিলেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মনির হোসেন পারভেজ সঞ্চালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল্লাহ আল মামুন ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব এ সময় জেলা উপজেলা ও বিভিন্ন ইউনিট থেকে আগত অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।