আজ ৪ঠা ডিসেম্বর, ২০২৪, বিকাল ৫:২৩

কুমিল্লায় জমিসহ ঘর পাবে ৭৪৫টি পরিবার

Share on facebook
Share on twitter
Share on linkedin

কুমিল্লায় জমিসহ ঘর পাবে ৭৪৫টি পরিবা

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা জেলায় আরও ৭৪৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের জমিসহ ঘর হস্তান্তর করা হবে সোমবার (৭ আগষ্ট) বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) খন্দকার মুঃ মুশফিকুর রহমান।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিসির সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ বিষয়ে জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান জানান, জেলার ১০ উপজেলার ৭৪৫টি গৃহহীন পরিবারকে ৭৪৫টি ঘর হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রী ভার্চুয়ালভাবে এটি উদ্বোধন করবেন। জেলায় ইতোমধ্যে ৪৭২৬টি ঘর গৃহহীনদের মধ্যে হস্তান্তর করা হয়েছে।

আগামী বুধবার (৯ আগষ্ট) সকাল ১০টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশব্যাপী এক যোগে ৪র্থ পর্যায়ে এসব পরিবারের মাঝে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন বলেও জানান ডিসি খন্দকার মুঃ মুশফিকুর রহমান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান সিনিয়র সহকারী কমিশনার ইমদাদুল হক তালুকদার জেলা তথ্য অফিসার নাছির উদ্দিন সাংবাদিক আবুল হাসনাত বাবুল সাংবাদিক অশোক বড়ুয়া সাংবাদিক আবুল কাশেম হৃদয় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক গাজীউল হক সোহাগ সাংবাদিক মাহাবুব আলম বাবু সাংবাদিক মোতাহের হোসেন মাহবুব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক ফারুক একুশে টিভির রিপোর্টার হুমায়ন কবির রনি সময় টিভির জেলা প্রতিনিধি বাহার রায়হানসহ প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১