আজ ২৩শে নভেম্বর, ২০২৪, বিকাল ৩:৫২

কলকাতায় হচ্ছে বাংলা সংস্কৃতি বলয়’র বিশ্ব কমিটির প্রথম অধিবেশন ও অভিষেক

Share on facebook
Share on twitter
Share on linkedin

কলকাতায় হচ্ছে বাংলা সংস্কৃতি বলয়’র বিশ্ব কমিটির প্রথম অধিবেশন ও অভিষে

কুমিল্লা প্রতিনিধি

বাংলা সংস্কৃতি বলয়’র নবগঠিত বিশ্ব কমিটির প্রথম অধিবেশন অভিষেক অনুষ্ঠান ও চিন্তন বৈঠক ভারতের কলকতায় অনুষ্ঠিত হচ্ছে আগামী ৫,৬,৭ আগস্ট কলকাতার প্রিটোরিয়া স্ট্রিট ত্রিপুরা ভবন কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এতে ভারতের বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিরা অতিথি থাকবেন।

সমাপনী অনুষ্ঠানে বাংলা বলয়’র মুখ্য পৃষ্ঠপোষক ও কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
আয়োজক সূত্রে জানা যায় ৫ আগস্ট বিকেল চারটায় কলকাতা হোচিমিন স্ট্রিটে আইসিসিআর ভবনে বিশ্বকমিটির প্রথম অধিবেশন শুরু হবে।

৬ আগস্ট সন্ধ্যা ছয়টায় ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে বিশ্বকমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৭ আগাস্ট অধিবেশনের সমাপনী পর্বে বাংলা সংস্কৃতি বলয়’র মুখ্য পৃষ্ঠপোষক কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এর সাথে প্রিটোরিয়া স্ট্রিট কলকাতার ত্রিপুরা ভবন কনফারেন্স হলে বিশ্ব কমিটির গুরুত্বপূর্ণ মতবিনিময় ও আগামী নীতি নির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হবে।

বাংলা সংস্কৃতি বলয়’র মহাসচিব সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী মাহতাব সুমন এর নেতৃত্বে বাংলাদেশ থেকে বিশ্ব কমিটির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল শুক্রবার কলকাতা যাচ্ছেন প্রতিনিধি দলের সদস্যরা হলেন আবৃত্তিশিল্পী রুবেল কুদ্দুস, সুবর্ণা চৌধুরী, মোঃ আল আমিন শাহ মুজিবুল হক দেলোয়ার হোসেন জাকির, দেলোয়ার হোসাইন আকাইদ এস এম আল মামুন, সৈয়দ ফয়সল অনন্ত ও কমল চন্দ্র দাস।

উল্লেখ্য বাংলার সংস্কৃতি সর্বত্র ছড়িয়ে দেয়ার লক্ষে ‘সংস্কৃতি মনন গড়ে বাংলা বলয় বিশ্বজুড়ে-এই স্লোগান নিয়ে গঠিত হয়েছে “বাংলা সংস্কৃতি বলয় গত ২ ও ৩ জুন কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের প্রথম বিশ্ব সম্মেলনের মাধ্যমে গঠিত হয় বিশ্ব কমিটি সম্মেলনে বাংলাদেশ ও ভারতের ১২টি সাংস্কৃতিক অঞ্চলের ১৫০ জন প্রতিনিধি এতে অংশগ্রহণ নিয়েছিলো সম্মেলনে বাংলাদেশ সরকারের সংস্কৃতি প্রতিমন্ত্রী কুমিল্লা ও সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্যগণ আগরতলা সিটি মেয়র ও কুমিল্লা সিটি মেয়র সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০