রফিকুল ইসলাম।
করোনার প্রথম থেকেই মানুষের মাঝে ত্রাণ বিতরণ সহ নগদ অর্থ, ঔষধ বিতরণসহ শীতার্তদের কম্বল বিতরণে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম সম্পৃক্ত।
সম্প্রতি সময় প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াল থাবায় মানুষের মাঝে অক্সিজেন এর সংকট সৃষ্টি হয়েছে। মানুষ এখন একটুখানি নিঃশ্বাস নিয়ে বাঁচতে চায় যারা এই করোনার থাবায় আক্রান্ত হয়।
আর তাই নিজের জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে কুমিল্লার জন্য আমরা বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম আজকে উদ্বোধন করলাম ফ্রি অক্সিজেন সেবা।
বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরামের প্রধান উপদেষ্টা, কুমিল্লা ৬ আসনের মাননীয় সাংসদ আমার প্রিয় মানুষ,গণ মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহা উদ্দিন বাহার এমপি মহোদয় এই ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
তিনি বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরামের এই কার্যক্রমকে সাধুবাদ জানান এবং দেশ ও দেশের মানুষের জন্য সকল ভালো কাজে সামনে থেকে তিনি প্রতিবারের মত সামনের দিনগুলোতেও থাকবেন বলে জানান।
আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহা উদ্দিন বাহার এমপি মহোদয়ের প্রতি, যার অনুপ্রেরণায় আমি ভালো কাজ করার উৎসাহ ও সাহস পাই।
আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন