আজ ৯ই সেপ্টেম্বর, ২০২৪, ভোর ৫:৩০

এমপি বাহারের সাথে নবগঠিত কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের সাক্ষাত।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভাও অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ন্যাশনাল হেডকোয়ার্টার এর চেয়ারম্যার মে. জেনারেল (অব.) আব্দুল ওহাব (এমপি)’র নির্দেশ ক্রমে ২৭ সেপ্টেম্বর কুমিল্লা জেলা ইউনিটের ১১ সদস্যের কমিটি অনুমোদন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মোঃ ফিরোজ সালেহ উদ্দিন।

নবগঠিত কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান হয়েছেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোঃ আবু তাহের, ভাইস চেয়ারম্যান হয়েছেন মফিজুর রহমান বাবলু। ইউনিটের সেক্রেটারি হয়েছেন আব্দুল হাই বাবলু।

কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মঙ্গলবার বিকেলে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের সাথে মোন্সেফবাড়ি কার্যালয়ে সাক্ষাত করেন। এ সময় কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের কমিটির সদস্যবৃন্দ এমপি বাহারের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের সহকারি পরিচালক কাজী জানে আলম।

এমপি বাহার পরিচালকের কাছে কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের বর্তমান অবস্থা সম্পর্কে খোজ খবর নেন, এবং ইউনিটের সকল কার্যক্রম সঠিক ও সুন্দরভাবে পরিচালনা ও নতুন কমিটিকে সকল বিষয়ে অবগত করতে বলেন। এমপি বাহার বলেন, এ প্রতিষ্ঠানটি মানব সেবার জন্য, কারো ব্যাক্তিগত প্রতিষ্ঠান নয়। তিনি মানব সেবার জন্য কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের সকল কার্যক্রমে সহযোগিতার করার আশ^াস দেন ২৭ সেপ্টেম্বর কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিট পরিচালনার জন্য ১১ সদ্রস্যর কমিটি গঠন করা হয়।

কুমিল্লা ইউনিটের দায়িত্ব পেয়েছেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের- চেয়ারম্যান (পদাধিকারবলে), ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু। ইউনিটের সেক্রেটারি হয়েছেন আব্দুল হাই বাবলু। সদস্যরা হলেন, ডা. মোঃ শহিদ উল্লাহ, প্রফেসর রুহুল আমিন ভুইয়া, সংরক্ষিত মহিলা এমপি আরমা দত্ত, মোঃ হাবিব উল্লাহ তুহিন, শহিদুর রহমান জুয়েল, জামিল আহম্মেদ খন্দকার, ও জসিম উদ্দিন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের বর্তমান কার্য নির্বাহী কমিটি সঠিকভাবে কার্যসম্পাদন না করায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডারের ১৯৭৩ এর ( পি. ও – ২৬ অফ ১৯৭৩) আর্টিকেল ৯সি(১) এর প্রদত্ত ক্ষমতাবলে কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের কমিটি অনুমোদন করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০