আজ ১৫ই অক্টোবর, ২০২৪, ভোর ৫:২৯

অভিনব কায়দায় পাকস্থলীতে করে ইয়াবা পাচারকালে স্বামী-স্ত্রী আটক।।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা আমতলী থেকে অভিনব কায়দায় পাকস্থলীতে করে ইয়াবা পাচারকালে স্বামী-স্ত্রীকে আটক করেছে র‌্যাব-১১ সিপিসি-২ এর সদস্যরা মঙ্গলবার (১ মার্চ) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমতলী বিশ্বরোডে চেকপোস্ট বসিয়ে ঐ স্বামী-স্ত্রীকে আটক করে র‌্যাব। এসময় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে স্বামী-স্ত্রীর শরীর এক্সরে করলে তাদের প্রত্যেকের পেটে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে বিশেষ পদ্ধতিতে তাদের পেটের ভিতর থেকে ৬ হাজার ১৬০ পিস ইয়াবা বের করা হয়। এছাড়াও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেটিও জব্দ করা হয়।


আটককৃতরা হলেন, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ভাটারচর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে আবু তাহের রাশেদ (২৬) এবং তার স্ত্রী নুরা বেগম (১৯)।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ এই অভিনব কায়দায় পাকস্থলীতে করে ইয়াবা পরিবহন করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১