আবদুল্লাহ আল মামুন:।
মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজারের গজারিয়া রোডের এক ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ জুলাই) সকালে উপজেলার সিলোনিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালনা করেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম। ইউএনও (ভারপ্রাপ্ত) গাজালা পারভীন রুহি জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।উপজেলার সিলোনিয়া বাজার এলাকায় ফার্মেসিগুলোতে অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স মাষ্টার মেডিকেল হল এ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ কারণে মাষ্টার মেডিকেল হল (ফার্মেসি’র) মালিক আবু নাছের ভূঁইয়া বাচ্চুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।