নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার দেবিদ্বার অগ্নিকাণ্ডে ২০টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ১৪টি পরিবার নিঃস্ব হয়েছে।গতকাল (০৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার ধামতী ইউনিয়নের আবুল হোসেন সরকারের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ধামতী ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মিঠু বলেন, তাজু মিয়ার বসতঘরে প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপর একে একে ২০টি ঘর পুড়ে ছাই হয়। মুরাদনগর ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হয়।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক উন নবী তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সহায়তা করা হবে।