ইয়াছিন আরাফাত।
কুমিল্লা জেলা পুলিশ সুপার জনাব ফারুক আহমেদ পিপিএম-(বার) এর সার্বিক দিক নির্দেশনায় চান্দিনা থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আরিফুর রহমান এর সহযোগীতায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার বড় গোবিন্দপুর এলাকায় ঢাকা মূখি লেনের রাস্তার উপর থেকে ১ মাদক ব্যবসায়ীকে আটক করে চান্দিনা থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকালে চান্দিনা থানা পুলিশের মোবাইল-৪ ডিউটি কালে এস আই নোমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এর সহায়তা এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিরোজপুর জেলার পিরোজপুর সদর থানার ডাকাতিয়া গ্রামের পুলিন শিয়ালীর ছেলে জয়দেব শিয়ালী (২১)কে আটক করা হয়।
এসময় তার কাঁধে থাকা ব্যাগ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এস নোমান বাদী হয়ে এজহার দিলে চান্দিনা থানায় মাদক নিয়ন্ত্রণ ২০১৮ ইং ৩৬(১)এর ১৯(ক) আইনে মামলা দায়ের করা হয়েছে, আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।