আজ ৪ঠা মে, ২০২৪, বিকাল ৪:৩০

দাগনভূঞায় ৪ গরু চোর গ্রেফতার। চোরাই গরু উদ্ধার

Share on facebook
Share on twitter
Share on linkedin

আবদুল্লাহ আল মামুন:

ফেনীর দাগনভূঞায় ৪ পেশাদার গরু চোরকে গ্রেফতার করে থানা পুলিশ। চোরাইকৃত দুগ্ধ গাভী ও বাছুর উদ্ধার।
পুলিশ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২১ মে) বিকেল ৪ টার সময় ফেনী সদর উপজেলার বিরলী এলাকা থেকে থানার ওসি মো. হাসান ইমামের বিচক্ষনতায় চোরাই গরু উদ্ধার করা হয় এবং চার পেশাদার গরু চোরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জয়নাল আবেদীন বিপ্লব (২০), পিতা-আব্দুল লতিফ, (বদরপুর ইউনিয়ন), থানা- কবিরহাট, জেলা -নোয়াখালী, বর্তমান: গ্রাম- উত্তর বারাহি গোবিন্দ (সালেহ আহম্মদ মেম্বারের ভাড়াটিয়া, ৮নং জায়লস্কর ইউনিয়ন), থানা- দাগনভূঞা, জেলা-ফেনী, মোঃ জাবেদ উল্লাহ অনিক (২৩), পিতা-মোঃ হাবিব উল্যাহ, গ্রাম- বিরলী (মুন্সি বাড়ী, ৯নং ওয়ার্ড, পাঁচগাছিয়া ইউনিয়ন)


থানা- ফেনী সদর, জেলা-ফেনী, ছাইদুল হক (২৮), পিতা- মৃত কালা মিয়া, গ্রাম- বিরলী (বড় কাজী বাড়ী, ওয়ার্ড নং-০৯, পাঁচগাছিয়া ইউনিয়ন), থানা- ফেনী সদর, জেলা -ফেনী, আব্দুল মান্নান প্রকাশ মানিক (২৭), পিতা-আব্দুল মোতালেব, গ্রাম- রতনপুর (হাজী লাল মিয়ার বাড়ীর, ৯নং ওয়ার্ড, পাঁচগাছিয়া ইউনিয়ন), থানা- ফেনী সদর, জেলা- ফেনী।
উল্লেখ্য, গত ৫ মার্চ ভোরে উপজেলার জায়লস্কর ইউপির বেলাল হোসেনের।

একমাত্র আয়ের উৎস ১টি দুগ্ধ গাভী ও ১টি বাছুর চুরি করে এবং অন্যত্র বিক্রয় করে দেয় চোর সদস্যরা। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান ইমাম জানান, ভূক্তভোগী বেলাল হোসেনের একমাত্র আয়ের উৎস দুগ্ধ গাভী ও বাছুর চুরি হওয়ার তিন মাসের মাথায় উদ্ধার করা হয় এবং চার পেশাদার গরু চোরকে গ্রেফতার করা হয়। গাভী ও বাছুরের আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার। ওসি আরও জানান, গ্রেফতারকৃতরা গরু চুরির বিষয়ে স্বীকারোক্তী প্রদান করে এবং আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১