আজ ১৯শে মে, ২০২৪, সকাল ৯:৪৩

দাগনভূঞায় গরু ব্যবসায়ীর ছিনতাইকৃত ১৫ লাখ টাকা উদ্ধার গ্রেফতার ১।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আবদুল্লাহ আল মামুন:

দাগনভূঞায় এক গরু ব্যবসায়ীর ছিনতাইকৃত ১৫ লাখ টাকা উদ্ধার ও জাকের হোসেন (৩০) নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে দাগনভূঞা থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে দাগনভূঞা পৌর শহরের চৌমুহনী রোডের সরকারী ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রবেশ মুখে ফেনী-নোয়াখালী মহাসড়কে।

গ্রেফতারকৃত জাকের হোসেন পৌর শহরের (২ নং ওয়ার্ড) আজিজ ফাজিলপুর গ্রামের আমির উদ্দিন সওদাগর বাড়ির ছেরাজল হকের ছেলে।

এঘটনায় ভুক্তভোগী গরু/মহিষ ব্যবসায়ী মোঃ নিজাম উদ্দিন (৩৯) দাগনভূঞা থানায় মামলা দায়ের করেন। মামলার বাদী গরু/মহিষ ব্যবসায়ী মোঃ নিজাম উদ্দিন লক্ষীপুর জেলার লক্ষীপুর সদর উপজেলার ৪নং চররুহিতা ইউনিয়নের (৭নং ওয়ার্ড) চররুহিতা গ্রামের (রসুলগঞ্জ) রোকন আলী বেপারী বাড়ির আবদুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানাগেছে, শুক্রবার (৮ জুলাই) সকালে মোঃ নিজাম উদ্দিন (৩৯) নামের এক গরু/মহিষ ব্যবসায়ী মহাজন এর ছেলে তাইফুল ইসলাম পাটোয়ারীসহ মহিষ বিক্রয়ের নগদ ১৫ লক্ষ টাকা নিয়ে নোয়াখালী চৌমুহুনী যাওয়ার উদ্দেশ্যে একটি রিজার্ভ সিএনজি করে রওয়ানা করে। সকাল অনুমান ০৯.৩০ ঘটিকার সময়ে বাদীর সিএনজিটি ঘটনাস্থল দাগনভূঁঞা আলাইয়ারপুর সরকারী ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজ রোডের মাথায় ফেনী-নোয়াখালী মহাসড়ক দিয়ে যাওয়ার পথে পথিমধ্যে গ্রেফতারকৃত মোঃ জাকির হোসেন সিএনজি অটোরিকশা থামানোর সংকেত দেয়।

সিএনজি চালক টোল নেয়ার লোক মনে সিএনজি থামায়। তখন জাকির ভুক্তভোগী গরু/মহিষ ব্যবসায়ীর পরিচয় জিজ্ঞাসা করে এবং সাথে থাকা ব্যাগে কি আছে জানতে চায়। ভুক্তভোগী নিজাম ব্যাগে গরু/মহিষ বিক্রয় বাবদ ১৫ লক্ষ আছে মর্মে জানাইলে গ্রেফতারকৃত জাকির হোসেন ইশারা দিয়া অপরাপর ব্যক্তিদের ডাক দিয়া নিয়া আসে এবং ভুক্তভোগী নিজামের টাকার ব্যাগ ছিনাইয়া নেয়ার চেষ্টা করে। নিজাম তাহার সঙ্গীয় মহাজনের ছেলেসহ টাকা নিয়া দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে জাকির হোসেন নিজাম ও তাহার সঙ্গীয় মহাজনের ছেলেকে ধরিয়া পুনরায় ইকবাল কলেজের রাস্তার মাথায় নিয়া আসে এবং জনৈক জামালের চাকার দোকানের ভিতরে ঢুকাইয়া ফেলে।

একই দিন সকাল দশটার সময় জাকিরগং নিজামকে মারধর করিয়া তাহার হেফাজত হইতে ১৫ লক্ষ টাকা ভর্তি ব্যাগটি ছিনাইয়া নেয় এবং নিজাম ও তাহার সঙ্গীয় সাক্ষীকে ভয় দেখাইয়া দোকান হইতে বাহির করিয়া দেয়। নিজামের নিকট হইতে জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে দাগনভূঞা থানা পুলিশ সংবাদ পাইয়া দ্রুত ঘটনাস্থলে যায় এবং অভিযান পরিচালনা করিয়া মোঃ জাকির হোসেনকে গ্রেফতার করে।

ছিনতাইকৃত টাকা উদ্ধার ও ধৃত আসামীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান ইমাম।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১