দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ৯ম তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে স্থানীয় ষ্টার রেডিসন কনভেনশন হলে এ সভার কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান এম.এ তাহের পন্ডিতের সভাপতিত্বে ও কালব এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের।
সঞ্চালনায় এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, ফেনী জেলা কালব ব্যবস্থাপক মুকুল চন্দ্র দে, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া আজাদ, উপজেলা কালব এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন আহমেদ চৌধুরী, দাগনভূঞা প্রেসক্লাব সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
এসময় জেলা ও উপজেলার ক্রেডিট ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন কালব এর সদস্যরা। পরে কালব শেয়ার সঞ্চয় সর্বোচ্চ এমন দশ জনকে পুরস্কৃত করা হয়। উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান এম.এ তাহরে পন্ডিতের সমাপনীর বক্তব্যের মাধ্যমে সভা শেষ হয়।