আজ ২০শে এপ্রিল, ২০২৪, সকাল ১১:৫৬

চান্দিনা মাধাইয়া ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ২। প্রতিষ্ঠানকে জরিমানা।

Share on facebook
Share on twitter
Share on linkedin

ইয়াছিন আরাফাত।

চলতি বোরো মৌসুমেও সারা দেশে অস্থির চালের বাজার। এর জন্য চাল ব্যবসায়ীদের মজুদ রাখার প্রবণতা ও সিন্ডিকেট করে দাম বৃদ্ধির চেষ্টাকেই দায়ি করা হচ্ছে। কুমিল্লার চান্দিনায় সিন্ডিকেট রোধ ও বাজার দর নিয়ন্ত্রণের জন্য অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ ও মজুদ আইন-১৯৫৬ এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (২ জুন) সকালে নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকিবুুল ইসলাম এর নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। এসময় উপজেলার মাধাইয়া বাজারে আইন অমান্য করায় ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে মেসার্স মমতাজ খাদ্য ভান্ডারকে ৫ হাজার টাকা এবং মেসার্স শাহজাহান রাইস এজেন্সিকে ৩ হাজার টাকা জরিমানা করে আদালত।

এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আনোয়ার হোসেন, খাদ্য পরিদর্শক মুহাম্মদ এনামুল হক, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন সাহা, চান্দিনা থানার এএসআই মো. ইকবাল হোসেন সহ বাজার কমিটির নেতৃবৃন্দ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০